যে জন আপনার তরে নয়
অন্যের তরে কাদে ,
অন্যের মুখে শ্রী ফোটাতে
মৃত্যুর সাথে লড়ে।


নিজের জীবন দেয় সপিয়া
অন্যের ব্রতি হতি,
অন্যের নয়ন নীড় মুছিতে
খুজেনা নিজের রুচি।


দুঃখে ভরা তার জীবনে
খুরের মতো ক্ষত
তবুও সে কাদেনা ভাই
হতে নিজের ব্রত।


দুদের মাছি নয়সে ভাই
ঘাঁ মুছে নিজ হাতে,
মানব জীবন পার করিলো
ন্যায় নিতির পথ  হেটে।