অসময়ে বর্ষা এলো আজ
কাঁপছে যেন হিমেল হাওয়ার ভাঁজ
প্রবল হাওয়ায় দরজা নাড়ায় ঝড়
খুব খ্যাপাটে ঝড়ের কণ্ঠস্বর।


অসময়ে ঝড় হয়েছে রাতে
কেউ দেখেনি আমার বুকের ঝড়
ঝড়ের সাথে কাঁপন ছিল খুব
নাড়িয়েছিল আমার বুকের ঘর।


গতরাতে ঝড় হয়েছে খুব
ঝড় হয়েছে বুকের ভাঁজে ভাঁজে
ঝড়ো হাওয়ায় একলা ভিজে ভিজে
হাত রেখেছি অচিন গন্ধরাজে।


ঝড় ছিল খুব, ছিল ঝড়ের ডাক
কেউ দেখেনি বুকের ঘূর্ণিপাক।।


https://www.facebook.com/events/780253605344718/?ref=98