একুশ মানে করুণ ছবি
মাহফুজা আক্তার এম.এ.কে


একুশ মানে রক্তে ভেজা
রাজ পথের করুণ ছবি,
লড়াই ছাড়া উঠতো না'কো
আজ বাংলা ভাষার রবি ।


একুশ এর ভেজা সোপান
ছিনিয়ে আনে ভাষার বোল,
তাই আকাশে বাতাসে বাজে
এই বাংলা ভাষার দোল ।


সেই ভয়াল প্রতিফলনে
শত শহীদ দিয়েছে প্রাণ,
ইতিহাসের প্রতি পাতায়
লিখা থাকবে সে অবদান ।


হিয়া উজাড় করে সাদরে
শহীদদের করি স্মরণ,
তাদের ওই প্রচেষ্টায়
এ বাংলার জয় বরণ ।


বঙ্গ জাতি বাংলা ভাষা
সবাই ঋণী সে অবদানে,
সব শ্রদ্ধা ঢেলেই দিই
শহীদ আর ভাষার টানে ।


(মাত্রাবৃত্ত ৫৫৫৫)
২১-০২-২২ইং