মোহিত শতদল
মাহফুজা আক্তার এম.এ.কে

প্রকৃতির ঋণ পরিশোধে
প্রকৃতির সান্নিধ্যে এলাম,
স্বর্গীয় ছন্দে বিভোর হয়ে
শাশ্বত রাজ্যে হারালাম!

মোহিত রূপের শতদলে
হিয়া জুড়ালো অপলকে,
শুভ্র সুনীল গগণের নিচে
নয়ন ও জুড়ালো ঝলকে!

৪ জুন ২০২৫ইং