মুখরতা নির্বাকে জাগে
মাহফুজা আক্তার এম.এ.কে

কথা তো বলি না
শুধু রিপ্লে দেই মাত্র,
কথারা হরিয়ে গেছে
বেলা ফুরাবার আগে!

কী আর কথার ছন্দ
রূপকে উদগীরণ করে,
না বলা কথারও মাঝে
মুখরতা নির্বাকে জাগে!

১৪-০৪-২৫ইং