হে প্রিয়তমেষু
মাহফুজা আক্তার এম.এ.কে


হে প্রিয়তমেষু দিবস রজনী
ভাবনা শুধুই তুমি,
তুমি ছাড়া প্রতি প্রহর লাগছে
বালুময় মরু-ভূমি ।


যে দিকে তাকাই সেই দিকে দেখি
শুধু তোমারই ছবি,
তোমার জন্য ঊষা কালে হাসে
শিশিরে সিক্ত রবি ।


কেনো তবে তুমি আছো ওই দূরে
এসো তুমি কাছে সুরে,
তোমার জন্য হৃদয় কুটিরে
আসন থেকো না দূরে ।


নিশীথে জ্যোৎস্না তোমার জন্য
আলোক রশ্মি ছাড়ে,
আলোড়ন মাখা ব্যাকুলতা চুপি
তোমার নামেই বাড়ে ।


আধোআধো হাসি তোমার গোপনে
কেঁড়েছে আমার মন,
বেলা অবেলায় তাই শিহরণ
দোলা দেয় প্রতি ক্ষণ ।


(মাত্রাবৃত্ত ৬+৬+৬+২)
০১-১২-২১ইং