কথা উড়ে
মাহফুজা আক্তার এম.এ.কে


কথা জমে কথা উড়ে
কথার মাঝে করি বাস,
সময় পেলে উদাস মনে
কথা মালার সাথে চাষ ।


কথা উড়ে নিলয় খোঁজে
গগণ মাঝে সুপ্ত ঠাঁই,
কথার গাঢ় প্রসূন ঝুড়ি
কথায় কাব্য গাঁথা পাই ।


শত রূপের বাহার নিয়ে
কথারা সব করে মান,
বাক রুদ্ধতার ধর্মঘটে
কথার বিলাস অসীম দান ।


নিভু স্রোতে কথার ঊর্মি
বাজায় স্বর্গ সুরের গান,
মোহিত সব কথার ছন্দ
অচিন খামে নবীন টান ।


প্রকম্পিত কথার ধ্বনি
সুভাস ছড়ায় থাকে রেষ,
কথারা সব উড়ু কলি
উড়ে যাবে এই তো বেশ ।


(স্বরবৃত্ত ৪+৪+৪+৩)
১৬-১২-২১ইং