বরং আমায় আনফ্রেন্ড করে দে
বন্ধুতালিকা থেকে, গ্রুপ থেকে
ওয়েব দিগন্তের অলিগলি কিংবা
আমার ভাবনার এখতিয়ার থেকে
রুদ্ধ করে দে
যেন আমি তাকাতে না পারি
বলতে না পারি
লিখতে না পারি
মুখবন্ধ থাকতে পারি ঝিনুককোটরে।


কুকুরও লাগাতে পারিস আমার পিছে পিছে।
নতুবা শিকল পরিয়ে দিতে পারিস
শাহবাগ, ভার্সিটি, রাস্তাঘাট,
আমার ছোট্টকুঠিরের আশপাশ
কড়িডোর, আমার ঘর,
আমার চলাচলে যেন তোর অনুমতি লাগে।
না-হলে বরং
নিষিদ্ধ করে দে আমার জীবন থেকে।
যেমন নিষিদ্ধ হয়েছি আমি আমার বিবেকে।