কতো কথা হয়েছে যে বলা আমি
বলতে গেলে থামে কাব্যকলা,  
কতো লেখা হয়েছে যে লেখা যেই
লিখতে যাবো থামে লেখা মালা।


কতো পথে হয়েছে যে চলা যেথা
চলতে গেলে  বৃথা হবে চলা,
রথে রথে ভরেছে যে মেলা সেই
মেলাতে চলছে একই খেলা।


আমার কথা আমার মতো আমি
না ভেবে না বুঝেই পদাবলী ,
আমার লেখা কাহার কাছে দামী?
না দেখে না জেনেই কথাকলি।


আমার পথে আমার মতো আমি
না চিনে না শুনেই পথে চলি,
আমার রথে আমার মতো আমি
না শখে না শিখেই খেলা খেলি।


আমার কথা আমার লেখা জানি
পাবেনা কখনোই জয়ধ্বনি ,
আমার পথে আমার রথে মানি
খুঁজবে না কেউ হীরা মুক্তা মনি।


আমি বলবো আমি লিখবো তবু
মগজে বা কাগজে না থাকুক,
আমি চলবো আমি দুলবো প্রভু
গগনে বা ভুবনে তা জাগুক।


-------------------------