যা বলতে চাই আমি, যা লিখতে চাই,
সহজে বলতে লিখতে পারিনা ভাই।
ঘুরিয়ে ফিরিয়ে তাই কিছু লেখা লিখি,
বুঝতে পারে কেহ, কেহ ফেরায় আঁখি।
যে দিকে তাকাই, যা কিছু শুনি বাতাসে,
বোকার মতো বাক্য আঁকি কাব্য আকাশে।
অন্ধকারে জোনাকির মতো কিছু আলো,
পাও যদি, তুমি কিছু দিয়ে ফের জ্বালো।


পশ্চিমে বেলা, কি করে করি হেলা হায়!
অতীতের খেলা ছিলো বেহিসেবি দায়।
খাটানোর মতো আছে নাকি কিছু পুঁজি,
মেধায়-পেশায় নাড়াচাড়া দিয়ে খুঁজি।
আমার অবর্তমানে রবে আমি হয়ে,
সে আশায় কিছু কথা যাই শুধু কয়ে।
--------------------------------------------