মৃত্যু সুনামি লাভায় বিলীন
বাংলাবাসীর জীবন যমীন।


প্রশ্ন আমার,
অপরাধ কার?
তোমার, আমার, না-
মহামারী ঐ করোনার?


সুস্থ সচল, অস্পৃশ্য এখন
গুপ্ত ঘাতক জীবাণু বাহন,


দুঃখ সবার,
এই হাহাকার
কিভাবে, কখন
কে দিবে এর প্রতিকার?


অবুঝ বাংলা সবুজ লাল
পিষে করলি কেনো এই হাল।


ওরে হারামী
করে ভাঁড়ামি
হারাম! আরামে
করবি কতো বলৎকার?


বায়ান্নো তে বাংলায় কথা
একাত্তরে পথ চলা ব্যথা।


উনপঞ্চাশে
গৃহ সন্ত্রাসে,
একশত ভাগ
বিদ্বেষে ভেঙে চুরমার!


ভুলের মাশুল তুই দিবি না?
পরের ক্ষতির দায় নিবি না?


প্রাণ বাঁচাতে
সাজা কমাতে,
মাথা নত কর
নর পশু ওরে জানোয়ার!