বোধ বিবেক বুদ্ধি
দেহ মন আত্মা,
কেন করলো সৃষ্টি
অদৃশ্য ঐ স্বত্বা।


প্রান্ত প্রাণে দিলো
দয়া মায়া মোহ,
বিজ্ঞ মূর্খ মিলে
দ্বন্দ্ব দুঃখ দ্রোহ।


কোন খেয়ালে গড়া
ক্ষণভঙ্গুর গ্রহ,
ভব্য ভয়াল ভরা
বৈপরীত্যের গৃহ।


কেন জ্ঞানী গুণী
শান্ত শিষ্ট থাকে,
ধ্যানে ধ্যানী ধনী
পারলৌকিক ধনে।


শাসক শোষণ শাণে
কেন ত্যক্ত ত্যাগী,
তোষক তোষণ টানে
কেন লিপ্সু লোভী।


প্রশ্নোত্তর জানা
বিশ্বাস ভাঙা মানা
নিঃশ্বাস আশ্বাসে
পরম বেহেশত খানা।
--------------+-----------