একটুখানি সময় দেবে আমায়?
একান্ত আমার জন্য?
কেন বেঁচে আছি? কি জন্য?
সময় আমার আমি করেছি বিক্রয় ,
করেছি নিলাম!  আমার জন্য কি?
অফিস শেষে তোমার যখন পত্রিকায় চোখ ,
আমি তখন রান্নায়।কে আমি?
আমার জন্য সময় কই ?
পত্রিকায় চোখ বুলাবার?
টিভি সেটাতো তোমারই।
আমার জন্য রান্নাঘর,  
তার সামনে একটুখানি বারান্দা,
টবের ধারে মানিপ্লান্ট অথবা ক্যাকটাস।
পৃথিবী আমার এটুকুই! কেন?
পাব না কেন সমগ্র পৃথিবী ?
ছেড়ে চলে যেতে চাই সমুদ্রের
কাছে কিংবা পাহাড়ের সাথে করতে চাই বন্ধুত্ব একা ।
সম্ভব! প্রকৃতি আমায় কেন ডাকে ?
গভীর অরন্যে,যেতে চাই ,পারবো!
তুমি কি দেবে আমায় নিরাপদ
নিবিড় পৃথিবীর সন্ধান?