ভালোবাসা কি একটি শব্দ শুধু?
যা বার বার উচ্চারিত হয়ে সৃষ্টি হয় বিশ্বাস!
আহারে মানুষ ।
কথার পিঠে কথা সাজিয়ে কাব্য হয়,
হয় গল্প, উপন্যাস আর বক্তৃতা ;
হয় না ভালোবাসা ।
এখানে হৃদয় দিয়ে বুঝতে হয় হৃদয় ।
হারিয়েছে স্বার্থহীন ভালোবাসা-প্রেম আর মায়া-মমতা,
অন্ধকার সমাজে আলোর খোঁজে অন্তহীন পথচলা ।