কোথায় ? কোথায় গেলে চলে পূর্ণিমা চাদ?
যারে ভালোবেসে কাটাতে চাই
পূর্ণিমা রাতের প্রহরগুলি।
নীল আকাশ মিশে যায় শরীরের সাথে,
অন্তহীন অন্ধকার নক্ষত্রের সাথে ।
নিবিড় ভাবে প্রকৃতির সাথে।
সারাজীবন অপেক্ষা সত্যিকার ভালোবাসা আমার ,
সবুজ প্রকৃতি আমার ।
যেখানে কোন ভণ্ডামি নেই,
নেই কোন প্রতারণা এই ধরনীতে।
তারে খুঁজি অনন্তকাল।
মুখের হাসির জন্য নিজের সুখ
বিসর্জন দেয়া সেই ভালোবাসা ।
তবুও বেদনা পায় সে হৃদয় ।
মানুষেরে ওই মন দাও
আকাশের মত মহৎ বিশাল ,
হৃদয় যেখানে করে না অবহেলা হৃদয়েরে ,
করেনা অপমান জটিলতার বেড়াজালে ।
কোথায় বলো? খুঁজে বেড়াই ।
আবার তারে পেয়েও হারাই।
মানুষেরা ভাল থাক নিরন্তর এখানে ।