সারারাত, সারাদিন অপেক্ষা,
শুধু তোমার জন্য রঙ্গীন ফাগুন
তুমি কি করে বুঝবে
আমার অপেক্ষায় থাকার আনন্দ ?
তুমি আসবে তাই;
দেখো পাখিরা অপেক্ষা করছে গাছে গাছে,
ফুলেরা তার সমস্ত সুবাস নিয়ে ।
রাতের জ্যোৎস্না অপেক্ষা করে
আছে সকালের নরম সূর্যের জন্য ।
মাছরাঙ্গা অপেক্ষা করে আছে,
শান্ত নীলজলের পাশে ,
নিঃশব্দ দুপুর অপেক্ষায় থাকে ।
সন্ধ্যার রাঙ্গা মেঘ বসে আছে নির্জনে একা।
তুমি আসবে তো?