আজকাল দিনগুলো খুব অস্থির চঞ্চল ,
কি করবো বুঝতে পারছি না। কেন হচ্ছে এমন?
একটা পাথরের ভালবাসার ইচছা হল ,
সে নদীর উচ্ছলতায় মিশে গেল। মন উচাটন ,
উথালপাথাল। কেন করে সে এত কিছু? অবুঝ হৃদয় ।
ভালবাসা সবকিছু সুন্দর করে গড়ে তুলে।
অস্থিরতা ভালো লাগে না ? কার জন্য?
সত্যিকারের ভালবাসা চাই।
সত্যিকার ভালোবাসার কাঙাল ।
তার জন্য হাঁটি অজস্র ঝড়ো পথ ।
তবুও কি পাই তা?