জাগিয়ে রাখে যে চিরকাল সুদূরের আশা।
ঘুম ভাঙানিয়া যে চিরন্তন ভালবাসা আমার ,
আরাধনার;সকল কাজে সব  চেতনায় । 
অপেক্ষায় তার, মন উচাটন। সুদূরের চাদঁ ,
স্নিগ্ধ আলো ;তার তরে কাদেঁ প্রাণ।
দিগন্তের সুদূর নীলিমা যে ভালবাসা জাগায়।
মন চায় ইচ্ছে ডানায় ভর করে হারায় নীলিমায়।
পৌঁছে যায় মেঘের নীড়ে।
দূরের গাংচিলের ডানায় ভর করে হারায় তোমার পানে।
অন্তহীন অন্ধকার অরণ্যের কাছে।
তুমি তো বিরহী সুদূর , সীমাহীন অসীম ।
শূন্যে বাঁধিতে চায় নীড় ,নীল অশ্রুজলে।
তৃষার্ত  নির্বোধ নিষ্পাপ অতৃপ্ত আর্তনাদ।
জীবনের সব রং ফুরিয়ে যায়।
হৃদয়ের গভীর গহ্বরে তবুও জেগে রয় আশা
নিঃশব্দ আসনে।