নিজেকে ভুলেই ছিলে রঙীন বালিকা! 
অনুভব করোনি কখনও ।
সব তো দিলে সবার জন্য ,
নিজের জন্য কি?
রংগীন ঘূড়ি  অথবা  প্রজাপতির
পেছনে ছোটা রৌদ্রতপ্ত দুপুরে,
হবে কি কখনও?
চাদঁনী রাতে নদীর ধারে একাকী বসে জ্যোৎস্না দেখা ,
হবে কি আর? হারালো যখন দুরন্ত শৈশব !
প্রানের আকুতি , একান্ত অনুভবের সব কিছুই;
ছেড়েছে সব। অবহেলায় হারায় স্বপ্ন,
হারায় রঙিন বালিকা তার জিবনীসুধা,
জীবনবোধ আর পুরোটা জীবন।
অগনিত সীমাবদ্ধতায় আবদ্ধ
তার পুরোটাই জীবন,ভালবাসাহীন ।