যে আমায় পথ দেখায়,
অন্ধকার হোক যতই গভীর।
আলোকিত সময় আমার,
আমার আলোকিত সূর্যোদয়।
ধূ ধূ মরুভূমিতে তৃষার্ত যখন,
শীতল ঝর্ণাধারা আমার।
গন্তব্যহীন পথে পথ হারাই ,
সম্মুখে আমায় পথ দেখায়।
চিরন্তন আলোকবর্তিকা আমার।
বাউল মন যখন হারাতে চায়
প্রজাপতির পাখায়।
মেঠো পথ ধরে অজানা
গন্তব্যে যায় চঞ্চল মন আমার ,
পথ দেখায় আমায় একটি স্থিরবিন্দুতে।
জ্যোৎস্নার সাথে চলে যেতে চাই
প্রকৃতির গহীন গভীরে।
ঘুম ঘুম স্বপ্নে বিভোর জেগে উঠি যার জন্যে। 
চিরন্তন জ্যোৎস্নার প্রতিচ্ছবি।
সব ব্যাকুলতা, সব ভালবাসা আমার।