ভেতরে এক শূন্যতা বোধ অবিরত দহন করে।
সকালের নরম রোদ হাতছানি দেয়।
পাখির গান , বৃষ্টির শব্দ,
মাটির ঘ্রাণ আমাকে তাড়িয়ে বেড়ায়।
বিষন্ন বিকেলের পরন্ত সূর্যের আলো
আমাকে আমন্ত্রণ জানায় তাদের মাঝে।
ব্যাকুল হয়ে ছুটে বেড়াই সবুজের অন্নেষণে ।
মেঠো পথ ,শুকনো পাতার গান
আমার ভেতরে এক ব্যাকুলতা জাগায়,
কোন এক শূন্যতায়।
ছুটে বেড়াই এই প্রান্ত থেকে প্রান্তরে।
তৃষার্ত মরুভূমির একাকী দ্বীপে পড়ে আছি একা,
একাকী একজন।
চিনতে পারি না নিজেকে।