ফিরিয়ে দিলে জীবনের আবাহন,
দুয়ার থেকে ,
অন্ধকার জানায় আমন্ত্রণ,
জীবনানন্দ পথ দেখায়।
প্রতি মুহূর্তে পথ হারায়,
আবার তারে খুজেঁ।
বিষন্ন বিকেলের পরন্ত
সূর্যের আলোয় একাকী অপেক্ষায় থাকে মন,
অনাগত সূর্যের ।
ঝরা পাতার মত উড়ে যায় ধূলিধূসরিত পথে।
ভালবাসা আর জীবন যাকে করে না সম্মোহন।
চলে যেতে চায় অবারিত কুয়াশার
প্রান্তরে শিশিরের জলের মতন।
শত শতাব্দীর অন্ধকার যাকে
ঢেকে রাখে আপন খাচাঁয় অন্তহীন ভালবাসায়।