চাইনি এত কিছু,
চেয়েছিলাম পাখীদের ভালবাসা,
সবুজের স্নিগ্ধ নিবিড় স্নানে হবো শীতল ।
শালসেগুনের বনে বেড়াবো ছুটে বন্ধনহীন।
ইটকাঠ পাথরের নগর,
আমায় এনে দাও স্নিগ্ধশান্ত জ্যোৎস্না।
ভালবাসা আমার জোনাকির সাথে,
দোয়েলের ডানায়,তারা কোথায়?
আমাকে ছাড়িয়ে আমাকে
হারিয়ে দিগন্তে মিলায়।
ভালবাসা আমার হারিয়েছে
কোনখানে,নিবিড় বনছায়ায়?
উচ্ছল সমীরন যেখানে হারায় তার পথ।
পথিক হারায় তার মন।
চাই আমি তারে, সে কি জানে তা?
ছোট্ট সে জলাশয় যেখানে
জলকেলী করে হাঁসের ঝাঁক,
ভালবাসা আমার তাদের
সাথে জলে মিলায়।
হায় ভালবাসা সুদূরে মিলায়।