তোমার যত দূরে যেতে
ইছ্ছা হয় তুমি চলে যাও ।
আমি এখানে বসে থাকি নিবিড় বনছায়ায় ।
তোমার আনন্দ আর আমার ভালবাসা খোঁজে ভিন্ন পথ ।
বসে থাকে মহাকাল পথ চেয়ে।
নদী তার সমগ্র মুগ্ধতা দিয়ে তোমায় খোঁজে।
শালিক কিংবা চড়ুইয়ের ডানায়
করে যেতে চায় আকাশে ,পারে কি তা?
তুমি কি জানো ভালবাসা কি?
তোমাকে খোঁজা মানে
অসীম শূন্যতায় বাড়িয়ে দেয়া হাত,
অন্ধজনের চোখে আলো খোঁজা।