কৈশোরে যখন কষ্ট হত,
স্বপ্ন দেখতাম কোন এক রাজপুত্র আসবে
ঘোড়ায় চড়ে সব কষ্ট থেকে মুক্ত করে নিয়ে যাবে অন্তহীন সুখের রাজ্যে।                                        জানি,রূপকথার সিন্ডারেলার রাজপুত্ররা হারিয়ে গেছে ।
নারীর কষ্টের অধিকার একান্ত তারই।
কোন অজানা রাজপুত্রের দেখা সে পাবেনা কোনদিন।                                               স্বপ্নই রয়ে যায় অন্তহীন সুখের  রাজ্য যাত্রা তার।
তাকে তাই সব কিছুই মানিয়ে নিতে হয়।
মানতে হয়। ভালবাসা বলে কোন শব্দ
কোন রাজপুত্রের চেনা নেই, জানা নেই।
তাদের অভিধানে এর মানে অন্য ভাবে লেখা।  
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবিশ্রান্ত পরিশ্রম করতে হয়,
সব কিছুই দিয়েও  সে কি বলতে পারে ,
সে তার প্রাপ্য সম্মানটুকু পেয়েছে?
তবুও সে নির্বিকার।  অন্তহীন অন্ধকার যাত্রা তার।