ঘনসবুজ শালবনের আলোছায়ায়
আমার প্রান হারায়।
আমি হারাতে চাই আমাকে ।
পাখীদের গানে, তাদের সাথে
আমার বন্ধুত্বের বিশালতায়।
শালিকের খয়েরি রংয়ের ডানা ,
তাদের এখানে ওখানে ওড়াউড়ি
আমার মুগ্ধতার আবেশ ছড়ায়।
শালিকের ছোট্ট ডানায় ভর করে
মন আমার উড়ে যায় দূর থেকে দূরে।
শালবনের মাঝে শুকনো ঝরাপাতা,
আমার মনের হারিয়ে যাওয়া রং হতে চায়।
আমি হারিয়েছি সব ।ভালবাসা আমার আর
ভাললাগাগুলি ফেলে এসেছি
শালবনের শান্ত সন্ধ্যায়।
আছে কি কেউ,
আমার হারিয়ে যাওয়া
মনটাকে খুঁজে দিতে পারে?
চাই না শহুরে জীবনের কোলাহল,
বিত্ত বৈভব। আমাকে খুঁজে দাও
আমার সবুজ শালবন।
নিস্তব্ধ প্রকৃতি।