শব্দরা নিয়েছে ছুটি আমার থেকে
বহুদিন , বহুকাল। নির্বাসিত জীবন আমার।          
কবিতার খাতা গিয়েছে চুরি ।
কোন এক বৈশাখী ঝড়ের রাতে।                        
রং নেই হারিয়েছে ,বর্ণহীন সব।
শিল্পকলা হয়েছে নিষ্ঠুর , বিধাতা হাসেন।          
তুমি কোন জনমের কবি অথবা শিল্পী ।
তোমাকে দিয়েছি ঘর , সংসার।              
এর চেয়ে বেশী কি চাও?
এই নিয়ে সুখি থাকো।
আকাশ কুসুম চাওয়া কি তোমাকে মানায়?
হাড়ি খুন্তির রাজ্যে নিজেকে বিলাও
তবেই তুমি সুগৃহিনী,সুকন্যা।        
বাবার মায়ের তুমি মেধাবী সন্তান ।
তাদের জন্য তুমি রাজকন্যা ।                      
তাতে কি ,তুমি নারী এই সমাজের।
ভুলতে গেলেও দেবে কি এই সংসার ।