জীবনের সব পথ জটিল থেকে জটিলতর হতে থাকে,
কি করে পারি দেই এই দীর্ঘ দুর্গম সময়?
এই পঙ্কিলতাগুলো আষ্টেপৃষ্ঠে জড়িয়ে
ধরে থাকতে চায়, আমি কি মানুষ এই সমাজের?
আঁকড়ে ধরে ধূসর দেয়াল
চারিদিকে আমার, কি করে খুঁজি স্বীয় অস্তিত্ব।
এখানে আমার ?
বেদনাকে বন্ধুত্ব করে কাটাই দিবস রজনী।
অন্ধকার রাত গুলো দীর্ঘ থেকে দীর্ঘতর হতে থাকে।
স্বপ্ন ছিল অনেক ।
আলোর আশায় তাই বসে থাকি নিভৃতে।
খুজিঁ স্বর্গগামী সিঁড়ি