মৃত্যু হয়েছে কবির।
যখন ভালবাসার কবিতার খাতা
ছুড়ে ফেলে  দিল হায়েনা,
কেড়ে নিল প্রিয় রংতুলি।
হতভাগ্য চিত্রকর ,কেঁদেছে সে অনেক।
জীবনমৃত কবি থাকে অন্ধকারে ।
চোখের জল শুকায়ে যায় ,
ভালবাসা কি?
যত তারে ছুঁতে চায়,
চলে যায় সে দূরে বহুদূরে।
নীল অন্ধকারে,চাঁদের আলো সে ।
রাতের ক্লান্ত পথিক।
ধুসর সাদা বিষন্ন মেঘ,
মলিন ক্লান্ত মাছরাঙা।
শীতের কুয়াশামাখা শীতল রাত্রিতে
তার বোবা কান্নায় ভারী হয়
হিমশীতল বাতাস।
ভলোবাসা কারে কয়
তারে শিখাবে কে?
কে জানে তার বেদনা।
ভালবাসা সে গেছে
সুদূরে,বহুদুরে।
ভেজা দৃষ্টি তারে খুঁজিছে
অজস্র তারার ভীড়ে।
অসীম শুন্যতায়।
সে নয় সবার জন্য ,
সে যে স্বর্ণমৃগ ।