ধিক্কার জানাই আমি আমাকে।
চিন্তা চেতনা বিবেকহীন অস্থি মজ্জার এই আমাকে।
বিকলাঙ্গ সমাজ আর তার রাষ্ট্র ব্যবস্থা,
বিশাল নাগরিক গুষ্টি আর তাদের মানবিকতা
কোন কিছুই নয়,শুধু আমি আর আমার বন্ধ্যা বিবেক কে ।
খুক করে কাশি দেয়ার নির্যাসটুকু যে আমি হারিয়ে ফেলেছি তাকে।
ধিক্কার ধিক্কার ধিক্কার কষ্টের মহাজন এই আমাকে।


এই যে শিশু, শুয়ে আছে লম্বা সটান তাকে।
কেন যে দুপুরে ঘুমাইলি বাপ ...
ওদের ছেলেপিলের মুখ কি আর তোর মরা মুখে ভাসবে ?
তোর বাবার যে শক্ত রেফারেন্স নেই রে বাছা
কেন ছুটলি রাস্তায় মাকে ফাকি দিয়ে, কেনরে বাপ...


ধিক্কার দুষ্ট ছেলে তোকে , আর আমি আমাকে।