সুবোধ বাবুর খাঁচা ভেঙে,
পালিয়ে গেছে সূয্যি মামা,
গোলক ধাঁধায় দাঁড়িয়ে একা,
হারিয়ে খোঁজে সফেদ জামা।
কষ্টে আছে আইজউদ্দিন আজ,
গাইছে না আর মরমী গান,
অবাক চোখে তাঁকিয়ে দেখে,
ধুলোয় জমা সেতার শিথান।
অপেক্ষাতে আছে নাজির,
সবুজ হবে সোনার ভূমি,
মুছে দিতে লালের রেখা,
নিত্য জীবন যায় যে চুমি।
সুবোধ, নাজির, আইজউদ্দিন
হাত রেখেছে হাতের ভাঁজে,
সূর্যটা নেই পালিয়ে কোথাও,
সূর্য ওদের ওই বুকের মাঝে।
ছাড়িস না হাল নবীন তরুণ,
মাঝ আকাশের সূর্যটা আন,
উজল আলোয় কাটুক আঁধার,
গাইবো মিলে নও দিনের গান।
০৯/০৬/২০২৫ খ্রি: