কবিতা আমার আজ দুঃখে জরাজীর্ণ,
এখানে সুখের কোনো বিন্দু নেই,
উল্লাসের করুণ অভাবে তা পূর্ণ!
আজ কবিতা আমার ব্যাথায় ব্যাকুল,
অস্হির গ্রাসে তা আকুলিত করেছে হৃদয়!
প্রস্ফুট পল্লবীর নতুন শাখে শাখে,
ব্যাথিত হৃদয়ের করুণ ঝাপসা ছবি আঁকে!
আজ এই কবিতার কণ্ঠ রুদ্ধ হয়েছে তাই,
জগতের মাঝে শুধু ব্যাক্ত করিবার স্হান চাই,
দেখেছি নির্মম নির্যাতন আর কাতর হয়েছি পিপাসায়,
জ্বলেছে হুতাশন দাউ দাউ করে মরেছি তৃষ্ণায়!
হৃদয়ের মাঝে যত বেদন আর ছিল অশ্রু,
বিন্দু বিন্দু জলাকাকারে তৈরী করেছে সাগর নামের এক বিশাল বাষ্পনদী!
আর যত রুদ্ধ কিছু বাণী ছিল অন্তরে,
ব্যাক্ত করিবার সাহস না পাওয়ার করুণ পরিণতিতে তা আজ হয়েছে শিকলবদ্ধ!
কবিতায় নেই কোনো কোমলতার ছায়া,
নেই কোনো সুখের আবির্ভাব,
শুধুই বারবার ফিরিয়া ফিরিয়া কবিতা বলিতেছে আমায়--
"তম প্রাণে যবে স্তব্ধতা হবে ; আমাকে লিখিবে বারেবার,
বেদনা আর নিরবতা দিয়ে ভরাবে পৃষ্ঠা তোমার!"