সালটা ছিল ১৯৮০,
বঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাড়াতে
একাত্তরের চেতনাকে উজ্জিবিত করতে
রাসূলের আদর্শ ছড়িয়ে দিতে
জন্ম হলো এক মহাসেনার
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা।


নাহ! এ সেনা সেই সেনা নয়,
এ সেনা রাইফেল চালায় না,
চালায় কলমের কালি;
এ সেনা শত্রুকে নয়,
শত্রুতাকে ধ্বংস করে।


এ সেনাতো কাঁদে,
মানবের দূঃখ দুর্দশায়;
এ সেনা আধিপত্য চায় না,
চায় ইসলামী সুশাসন।


এ সেনা প্রতিনিয়ত
যুদ্ধে লিপ্ত হয়
অন্যায়ের বিরুদ্ধে।


এ সেনা সর্বদা প্রস্তুত
ছাত্রদের অধিকার আদায়ে।
তারা কেবল দেশের নয়,
রাসূলে পাকেরও সৈনিক।


হাটে মাঠে ঘাঠে, চৌকাঠে চৌকাঠে
শত বাঁধা অতিক্রম করে
আলোর বার্তা বহনকারী
এই সেই ছাত্রসেনা।