মায়াজাল
==================
মিস করছি অনেকটা,
হয়না যখন কোনাে কথা।
ভাবছি তােমায় আবারাে,
আবেগের মায়ায় ভেসে ||


রােদ্রের অন্তিম প্রহরে,
তােমার মিষ্টি হাসি;
হার মানাবে শঙখচিলের,
অপরূপ দৃশ্যখানি ||


শহরের ব্যাস্ত কোলাহলে,
শুরু হয় আমাদের জীবণ;
সূর্য মামার আপছা ছায়ায়,
দিয়ে যাও শেষ কীর্তন ||


কাব্যরা খেলা করে,
তােমার মায়াবী চোখে;
রাত্রির মায়ার শিকড়,
নত হয় তােমার মায়ার তলে ||


অপেক্ষা ছিল থাকবে বহুক্ষণ,
পাবনা তােমার সন্ধান;]
শহরের চৌকাঠে ফুরাবে একদা
ক্ষণস্থায়ী জীবণরূপে ||