অকবির অকবিতা
হুমায়ূন কবীর বৈরাগী


লিখে যাতা ছাই পাশ ছাতা
নাই কোন আগা-নাই মাথা
এটা নাকি আধুনিক কবিতা।


নাই রৌদ্র-নাই বৃষ্টি পাতি
ধরে মাথায় মস্ত এক ছাত্তি
জ্বালায় ভরা আলোয় বাত্তি।


মনে আসে যাতা-লিখে তা
নিজের নামে লাগায় সে কবি
কবি নাম নাকি আবার হবি।


কাব্য ধ্বংসের ছাগল পাগল
লিখে কবিতার নামে অকবিতা
কবির রাজ্যে এরাই বারবণিতা।


মার ঝাঁটা-পিঠে খেজুর কাঁটা
দে লাগিয়ে চোখে মরিচ বাটা
ধরে কান তারে মহল্লায় হাটা।


‘ঐ বেটা তোরে কইছে কেঠা
কবিতারে বানাইতে মন্ড-মাঠা
কবিতা কি তোর বাপের জেঠা’!