নতুন প্রজন্মের কবিতা
অকবি-বৈরাগী


স্বরবৃত্ত-অক্ষরবৃত্ত-মাত্রাবৃত্ত ধার ধারিনা ভাই
আমি কবিতা লিইখ্যা যাই,
যা আসে আনমনে দিল ভইরা লিখি তাই
কলামাত্রিক-কলাবৃত্ততেও নাই।


আমারে জিগাইবো কেঠা!আমি প্রজন্ম বৈঠা
তানপ্রধান ছন্দতে নিষ্ঠা,
মানিনা।আমার লেখায় আমি দিমু গিট্টা
ছন্দরে মারুম গাট্টা।


নাই রস-নাই কস!আমি লেখুম কবিতা
রস পাইতে দেহুম ববিতা,
কেডা কইছে রস নয় প্রকার!যত্তসব হুঙ্কার
গদ্য আমার অহঙ্কার।


দরুম-লেখুম-ছারুম!দেহুম পরে হইছে কিরুম
গদ্যধর্মী মুক্তক ছন্দ ছিরুম,
আমি নতুন প্রজন্ম!নতুন কবিতা দিমু জন্ম
হক্কলে মনে রাখবো আজন্ম।