কাব্য প্রেমীর প্রশ্ন
হুমায়ুন কবীর বৈরাগী


ছন্দ রসে ডুব দিয়ে আমি কবিতাকে ভালো বাসতে শিখেছি
ছন্দে ছন্দে কবিতার উৎপত্তি, জেনেছি-শুনেছি,
রাজদরবার থেকে শুরু করে, হাটে-ঘাটে-মাঠে
ছন্দ কবিতা দোলা দিয়েছিলো প্রতিটি কপাটে,
নয় আবৃত্তিকারের কারিশমায়
কবিতার স্বমহিমায়-রোসনায়।


ফুটে উঠেছিলো গগন ভরে-ভরা পূর্ণিমাকে হার মানিয়ে
প্রতি পরতে মেঘমালার কৃষ্ণকে ছাপিয়ে,
ছন্দ মিশ্রিত সেই বজ্র চেতনার আহ্বানে
জেগে উঠেছে ভাবাবেগ প্রতি তনু মনে,
পদ্য এখন ঘুমায় গদ্য প্রলাপে
ছন্দ কাঁদে আধুনিক বিলাপে।

অলস গদ্যাধুনিকতার নাগিন-পদ্য ছেড়ে কবে পালাবে ?