আমার মাথার কাঁচা পাকা চুল,
আমার করা হাজারো ভুল,
আমার কলমে ফুরানো কালি,
লেখার খাতায় জমাট ধুলি,
নীল আকাশে ধূসর ঘুড়ি,
নাটাই বিহীন তোমার উড়া-উড়ি।


আমার কিছু অবুঝ প্রেম
নাকের উপর চশমার ফ্রেম,
আমার বুকে নিঃশ্বাস ভারী
বয়সতো নেই উনিশ-কুড়ি
শীতের মত ঝড়া পাতা,
তোমার খোঁজা স্বাধীনতা।


আকাশ জুড়ে মেঘের দল,
ফ্যাকাসে আলো, নোনা জল,
মিথ্যে হাসি, ঠোঁটের কোন,
ঝড়ের দিন, আমার মন,
একলা আমি পিচ ঢালা পথ,
শুয়ো পোকা থেকে হয়েছ মথ।