রাত শেষে আমি সকালের গন্ধ পাই,
ভোর হতেই আমি বাতাসের গন্ধ পাই,
বাতাসে আমি সদ্য ফোটা কদমের গন্ধ পাই,
বকুল কিংবা আমের মুকুল,
বড়ই কিংবা বিশাল কড়ই,
অথবা লাল কৃষ্ণচূড়ার গন্ধ পাই।
বৃষ্টি শুরু হলে সোঁদামাটির আঁশটে গন্ধ পাই।
বর্ষা শেষে আমি শুকিয়ে আশা পাটের গন্ধ পাই।
হাজারো গন্ধের ভিড়ে আমি যেন অন্য আমি হয়ে যাই।
তোমার খোলা চুলে নাক ডুবিয়ে
যখন আমি বাঁধ ভাঙ্গা প্রেমের গন্ধ পাই,
হৃদয়ের কোন এক কোনে আমি যেন
ভাঙনের সুর শুনতে পাই।