'যে দিকে দুচোখ যায় চলে যাবো' বলে
চলে যেতে পারিনা,
এ কি যে চরম দুঃখ, নিখিলেশ,
বোঝাতে পারবো না ।


শিকড়ের টান আর আগাছার বন্ধন -- এক নয়
এত এত পরজীবী প্রানরস শুষে শুষে খায়
এ কি অসহ্য যন্ত্রণা, পিছুটান !
এ কেমন বেঁচে থাকা বলতে পারিস ?


দিনের আলোয় প্যাঁচার মতন বেচে আছি,
এ জীবন তো আমার নয় !
তোর সাথে রাত্রির দেশে, স্বপ্নের দেশে
আমায় তুই নিবিনা একটিবার ?


'যে দিকে দুচোখ যায় চলে যাবো' বলে
এক থমথমে বিকেলে
তুই তো বেশ চলে গেলি, নিখিলেশ !
আমি আজও পারলাম কই ?


২২ জুলাই ২০১৪