পার্ট- ১


ভালোবাসি
হ্যা, ভালোবাসি
তবুও বুঝাতে পারি না তারে
পারিনা বলতে কিছু মুখ ফুটে
তারি কথা ভেবে মনে
বসে থাকি আনমনে
অপেক্ষা !!!
শুধুই অপেক্ষা !


পার্ট-২


তোমাকে ভালোবাসি‌ ঃ
এই যে ?
হ্যা, তোমাকেই বলছি "ভালোবাসি" ।
তোমার এলোমেলো চুল যখন বাতাসে উড়ে,
তখন তোমাকে ভালোবাসি ।
তোমার হাসি মাখা মুখ যখন রেগে হয় লাল,
তখন তোমাকে ভালোবাসি ।
তোমার ঐ মিষ্টি হাঁসিকে ভালোবাসি ।
আমি তোমাকেই ভালোবাসি  ।।।


পার্ট-৩


ভালোবাসি !!!
বল্লেই কি ভালোবাসা যায় ???
একটা সময়ে বুঝার পরে করবে সে হায় হায়
ভালোবাসা হয় না এক শব্দের এই কথায়
ভালোবাসা হয় সেথায় বিশ্বাস থাকে যেথায়
ভালোবাসা সে তো মুখে বলা কোনো বুলি নয়
ভালোবাসা সে তো দুটি মনের মিলনেই হয়।


পার্ট-৪


ভালোবাসা একটি শব্দ
যার নেই কোন পরিমাণ,
নেই কোন পরিমাপ।
এটা আপনা থেকেই হয়ে যায়
ভালোবাসতে লাগে না বয়স
প্রয়োজন হয় না "সময়ের"
ভালোবাসতে লাগে শুধু
পবিত্র দুটি "মনের"


পার্ট-৫ & শেষ


"ভালোবাসি তোমাকে",
হ্যাঁ, জানি আর ফিরে পাব না তোমাকে
কোন দিন, কোন মূহুর্তে বা কোনো ক্ষণে ।
আর কোন দিন তোমার সান্নিধ্যে
হয়তো আর যাওয়া হবে না ।
আমাদের কল্পনার শেষটা
ছিলো না কারোরই জানা ।
তবে শুরুতেই যে শেষটা দেখা যাবে
এটাও ছিল না কারোর ভাবনা ।


তুমি বলেছিলে একদিন
"অনুভব কাঁদায়"
আজ ঠিকই তোমাকে অনুভব করলে
চোখ ভাসে কান্নায় ।