যার জন্য এত অপেক্ষা
সে কি জানে ?
হয়তো জানে, আবার হয়তো না।
জানি না কবে হবে,
এই অপেক্ষার অবসান।
যে ক্ষণে হবে দেখা দুজনে
জানি হয়তো হবে না পুষ্প বৃষ্টি
তবে হবে এক নতুন অধ্যায়ের সৃষ্টি
.


হ্যাঁ
সব কিছুই ঠিক ভাবে হয়েছিল
আবার তাদের কথা হয়েছিল
নতুন এক অধ্যায়েরও সৃষ্টি হয়েছিল।


তবে সেটা আর দীর্ঘস্থায়ী হলো না
ঠিক চার মাসেই এটা সীমাবদ্ধ হলে গেলো
চিরকালের জন্য।


পাড়ি জমালো সে অদূর দেশে
যেখান থেকে ফিরে আসার পথ
জানা ছিলো না তার।


এটাই কি ছিল নিয়তি?


অপেক্ষার ফল নাকি হয় মিষ্টি
তাহলে বলবো এত দিন ভুল জানতাম
কারণ সেই অপেক্ষার ফল তো মিষ্টি হলো না।