মৃত্যু হানা দিয়েছিল এখানটায়;
দেখো না?
কুসুম ভোরের প্রত্যাশারা মৃত সকাল হয়ে ঝুলে আছে
আধমরা বিকেলটার করুণ ছায়াচিত্র হয়ে!


আর ওখানটায়?
না,ও কোন সুচিস্মিতা স্বপ্ন নয়;
ফিলোমেলা হয়ে বুনে চলছে তার দুঃখচিত্র!
কতক স্বপ্ন ওপাশটাতেও আছে,
প্রার্থিত মৃত্যু তাদের পাওয়া হয় নি,
তাই খাটছে নিষ্ঠুর যাবজ্জীবন জেল।


ঐ যে ওটা?
সেটা আমার ভয়াল অতীত আর-
রূদ্ধ ভবিষ্যতের মাঝে আটকে পড়া বর্তমানটা।
সেও মৃত্যুপ্রার্থী!
কিন্তু কে দেবে এত সহজে মৃত্যুর ছাড়পত্র?
আরো ভুগতে হবে যে কয়েক কালের যন্ত্রণা।


না না,সেখানে যেও না
তবে যে ভয় তাড়া করবে!
ওখানে মূমুর্ষূ ইচ্ছেগুলো ভয়ানক কঙ্কালসার!
মৃত্যুর প্রায় শেষ দ্বারে আস্তানা গেড়েছে।


তবে আমি কে?
আমি মনোকায়াহীন এক স্বচ্ছ ইউনিফর্ম
অথবা
উহ্য মৃত্যু এক!
তবুও রোজ হাজিরা দিতে ভুল হয় না-
ব্যস্ত কালের জীবিত পাতায়!