পড়ে রয় অযতনে-
আধভাঙা বিকেলের আবছা আলো
আর গোধূলির কর্মহীন এলোমেলো আকাশ আঁকিবুকি।
অনেকটা পুরনো ক্যালেন্ডারের প্রাক্তন প্রয়োজন শেষের
অদরকারী উত্‍পাতের মতো।


জানো.....?
ভোরটাকে আজকাল বয়স্ক রাত্রি মনে হয়
যেন চিমটি কেটে আঁধার লাগিয়ে দেবে স্মৃতির বারান্দায়।


বড়োদিঘীর পদ্মরাও আজ কাটা বিঁধাতে শিখেছে
যখন তখন আঘাত করে বসে অবুঝ হৃদ ত্বকে।


তোমার কখনো জানা হবে কি?
তোমার পিছু ছোটে অবাধ্য প্রহরেরা
হারিয়েছে প্রাচীন মায়াঘেরা সংসার;
প্রকৃতিও বদলে গেছে এখানকার!