বাঙ্গালী হয়ে জন্ম গ্রহন করেছি আমি
নানা বৈষম্য আর দূর্নীতির মধ্যে
বেড়ে ওঠা জীবন আমার।
অবহেলা আর অপমানিত হইনি আমি
তবে নানান বৈষম্যের শিকার হচ্ছি ।
আমাদের বাংলাদেশের সকলেই বলেন
নারী-পুরুষ উভয়েরই সমান অধিকার,
আমি নারী হয়ে বলছি-
সমান অধিকার পাইনি আমরা,
নানান অবহেলা আর বৈষম্যের শিকার হচ্ছি প্রতিনিয়তই।
নরকুন্ডের হাতে প্রতিবারই হচ্ছি নির্যাতিত।
কেননা আমি নারী।
অগ্নি শিখায় দিচ্ছে ছেড়ে
নারী বলে হেয়জ্ঞান করছে আমায়।
যখনই যাচ্ছি অধিকারের সন্ধানে
ফিরে আসতে হচ্ছে খালি হাতে নির্যাতিত মুখে।
কেননা আমি নারী।
সাম্যের গান আজ সকলের মুখে মুখেই
কাজে-কর্মে প্রকাশ পায়-
বিশ্বের যা কিছু মহান, সৃষ্টির চির কল্যাণকর
পুরোটাই করিয়াছে নর, নারী বলে কিছু নাহি তার।
সকল পুরুষকে অপরাধী রটাচ্ছি না আমি।
কেননা সকল নারী সাধু নহে এ সমাজে।
মুখোশ ধারী সাধু পুরুষদের বলছি-
আমি নারী, রক্তে মাংসে গড়া
সতেজ ক্রোমজোমের তৈরী চার প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড।
আমি নারী, প্রতিবাদ করতে জানি চুপ থাকিনা।
আমি নারী,
বাংলাকে উন্নতির সর্বোচ্চ শিকলে এগিয়ে নিচ্ছি।
আমি নারী,
বাংলার সর্বোচ্চ আসনের প্রতিনিধিত্ব করছি।
আমি নারী,
পৃথিবীর প্রতিটি শাখায় আলোড়ন সৃষ্টি করছি।
তারচেয়ে বড় পরিচয়, 'আমি'' মা-
এই জীবন্ত পৃথিবীর সবচেয়ে আপনজন।