সত্যিই এই হিমেল হাওয়ায় একটা কাব্য হতে পারতে তুমি
আর আমি হতাম তোমার কবিতা।
এই বরফে ডাকা বন্ধ অক্সিজেনের ক্যানভাসে
তোমার নাম লেখি আমি,
আর তুমি ওই দূর আকাশ থেকে
অতি পরিচিত হয়ে ও অজ্ঞাত বেশে আমাকে দেখো।
মিরর ন্যায় স্তব্ধ শান্ত ভূমিতে
দু ফোটা জলও শুষ্কতায় পরিপূর্ণ ,
আর বাঁচতে চাওয়া আমার নিশ্বাস
তুমিহীনা অনিষ্ট যন্ত্রণায়
বারংবারই ভিজে চলছে।