কষ্টে কষ্টে কেটে গেল দিন
রাত পোহাতে আর কত ঋণ।
জীবন আছে যত দিন,
ঋণ থাকবে ততদিন,
রয়েছে যতদিন ইংরেজ।
হায়রে,
দুঃখ তুষ্টে ঋণের বোঝায়
তবু, ঋণ তো থেকেই যায়।


ভৃত্য, অধীন নির্ঝর হবে
নাইকো বেশি দিন,
হবে স্বাধীন এই বাংলা।
দূর হবে নিশ্চই ঋণের বোঝা,
সুখী হবো মোরা বাঙ্গালীরা।