শিশিরে ভেজা স্ম্রিগ্ধ সকাল,
কুয়াসার মাঝে তলিয়ে থাকা সুর,
আর চারদিকে ঝিঃ ঝিঃ পোকা গুলো
বিদায় বিদায় বলে কী যেন বলে যাচ্ছে।


যেন বলছে, আবার কী বলছে
সবই শিশিরের মাঝে হারিয়ে যাচ্ছে।


আার আমি....
আমি বসে আছি সেই নিস্তব্দ রজনী থেকে।
আমি বসে আছি অর্ণব প্রান্তর থেকে ছুটে এসে।
আমি বসে আছি রব হীন নৃপতির ভঙ্গিতে।
আমি বসে আছি চিত্ত ত্রিদিব দিয়ে সাজাবো বলে।


শিশিরে ভিজে যাচ্ছে আমার গাত্র,
ঠান্ডায় কাতর হয়ে যাচ্ছে আমার শরীর।
নির্বোধ, আমি নির্বোধ হয়ে গেছি,
যেন কুয়াসার মাঝে তলিয়ে গেছি।


প্রতিটি ভোর, প্রতিটি রজনী, প্রতিরি দিবস
তলিয়ে যাচ্ছে সবাই কে পিছনে রেখে
একাকী আতিক্রম করছে তার দিগন্ত।


নৃ মলিন তার আন্তঃকরন
আর......
শুধু ভালবাসার অভাব।


সমীরন বিলাস ছুটে চলে তার
সম্ভাসনের খুজে,
আর আমি বসে থাকি
শুধু তোমার প্রত্যাশায়।


সখা তুমি হারিয়ে গিয়েছ
বিটপী বচন ও তা সাক্ষ দেয়,
তবে আমি বলি তুমি আসবে
ফিরে কলাপী পালক নিয়ে।
তুমি আমারই জন্যে আসবে ফিরে।


শিশির আমায় কানে কানে বলে যায়
বিদায় বিদায়,
ভ্রমর আমি গিয়েছি হরিয়ে
বিদায়,
যেন সাক্ষ দেয় অবনী ভালবাসাও
তবে তুমি
কখনো কী ফিরে আসিবেনা আর।