অদৃশ্য যাত্রা
হাসান মাহমুদ


আমরা সবাই যাত্রী!
জন্মলগ্ন থেকেই সময়ের পিঠে যাত্রা শুরু,
জেগে থাকি কিংবা ঘুমিয়ে হই বিভোর-
লাগামহীন অশ্বের মত ছুটে চলি....
অথবা হয়ে থাকি পাথরের মত নিথর।


উল্লাসী উন্মাদনায় যদিও কখনো হয় নৃত্য
কিংবা আকাশসম বেদনায়
কখনো রচনা করি নব সমুদ্র কাহিনী।
কখনোই ক্ষণকালের জন্যেও
এ অদৃশ্য যাত্রা হয়না স্থগিত
মৃত্যুর দুয়ার খুলে ঘোষণা করা হবে এর সমাপ্তি।


আগ্রহে বা অবহেলায়
ইচ্ছেতে বা অনিচ্ছেতে
সেখানে পৌঁছাতেই হবেই
তাই পাথেয় যায় হোক না কেন
গন্তব্য হওয়া চাই..
প্রশংসিত উজ্জ্বল ও শান্তিদায়ক নিরাপদ।


রাত:০৯:৫৫
২৩শে নভেম্বর ২০২১