চলো হারাই
                     হাসান মাহমুদ


পথ কুড়ানো স্বপ্ন যত          এই বক্ষ কোণে অবিরত
          তোমার নামের রং ছড়িয়ে যায়,
অবাক কথার বন্দীশালা    হঠাৎ আজ সবাক উতলা
             নতুন শত গল্প বুনে যায়।


উদাস আঁখির মিষ্টি মায়ায়   হৃদয় জুড়ে ঝড় বয়ে যায়
            পথ হারা সব স্বপ্ন ফিরে আসে,
যাদুমাখা ঐ হাসির তরে        হৃদয় বেড়ায় স্বর্গ জুড়ে
            দুঃখগুলোও দারুন করে হাসে।


তোমার নূপুরের ছন্দ তালে      হৃদয় নাচে দুঃখ ভুলে
              স্তব্ধ হিয়া চঞ্চল হয়ে যায়,
এলো কেশের মিষ্টি ঘ্রাণে    ঢেউ তুলে দেয় শান্ত প্রাণে
              স্বর্গ সুখে নিজেকে হারায়।


তোমার মায়ায় নতুন করে      পথ ভুলেছি ইচ্ছে করে
               ছুঁয়ে দিতে চাই নতুন দিগন্তে,
গাঙচিলের মুক্ত ডানায়      চলো হারাই দূর অজানায়
          স্বর্গ সুখের ঘর বাঁধি সবার অজান্তে।

এই জীবনের স্বপ্ন যত          তোমার চরনেই অবিরত
                 নিঃস্বার্থে দিবো বিসর্জন,
এক চিমটি প্রেম দিলে     নিজেকেই আমি যাবো ভুলে
              তুমিই হবে হাসি কান্নার কারণ।